বলবো কি আর মনের কথা বলছি শোনো ভাই
চাসাবাদে এখন যে আর লাভের আশা নাই।
তবে ফ্রী তে খাটার মতো লোক থাকলে পরে
লাভের শ্রীমুখ হালকা দেখার আনবে ফসল ঘরে।
কিন্তু যদি খাটার মতো শ্রমিক নাহি থাকে
লাভের সে গুড় হাওয়া, শুধু গন্ধ পাবে নাকে।
শ্রমের মূল্য দ্বিগুন ত্রিগুন বাড়ছে দেখো সবে
ফসল দামে যতকিঞ্চিত বাড়লে রোখা হবে।
চাষের জমি থাকতে তবু থাকলো সেটা পড়ে
বাইরে খাটাই লাভজনক তাই চাষারা বাইরে ঘোরে।
এমনি কত চাষের জমি ফসল হারা হয়ে
থাকলো পড়ে রিক্ত বুকে শুস্ক ফাটা লয়ে।
চাষী পায়না টাকা তবু চাষা ক্রেতার মাঝে
ব্যাবসায়ীরা লুটছে টাকা তা কেউ বুঝছে নাজে।
আসবে হয়তো সেদিন, যেদিন ক্রেতা গুমরে মরে
আছে চাষা-জমি তবু ফসল নাইতো ঘরে।