জয় মা শ্যামা , তারা , কালি
ভক্তগনের পাপের ডালি
অঙ্গে যে তোর নিলি ঢালি
দূর্গা রূপের গৌরী মা মোর
কালো রূপেই পরলি মালি ৷


কালো রূপে চক্ষু মেলি
গুনের আকর সাজায় গেলি
ভক্তজনের শ্রদ্ধা পেলি
দেখায় দিলি কালোর আলো
লজ্জা ঘৃণা দ্বন্দ্ব ফেলি ৷


অন্ধকারের সঙ্গী হয়ে
সঙ্গে থাকিস অভয় লয়ে
দুঃখ দিনের কষ্ট সয়ে
মা হয়ে তুই সন্তানেরে
আলোয় ফেরাস কালোয় রয়ে ৷


পাগল হয়ে ডাকলে তোরে
আসবি জানি মাটির দোরে
থাকবি সারা জীবন ভরে
অবোধ ছেলের কাতর ডাকে
আয়নারে মা নবীন করে ৷