দিন বদলের ব্যস্ত হাওয়া ত্রস্ত ঘরের কোণে
এত্তো বড় পৃথিবী আজ বদ্ধ মুঠো ফোনে।
কি পারেনা তাইতো ভাবি কি জানেনা এটা
বাধ্য অতি কর্মে যেন সাচ্চা বাপের বেটা।
সবচে ভালো বন্ধু নিয়ে কেউবা দিব্যি সুখে
মোবাইল হীন মানুষ এখন পড়বে হাসির মুখে।
কিন্তু এটির কর্ম গুণে নেহাৎ কোপে পড়ি
নিচ্ছে বিদায় টেপ রেকর্ডার লাইট ক্যামেরা ঘড়ি।
গান শুনতে রেডিওটা কেউ দেয়না খুলে
চিঠি পড়া চিঠি লেখা সবাই যাচ্ছে ভুলে।
রাস্তা পারের ফোন বুথেরা সেই উঠেছে কবে
দোকান-বাজার-শপিং; এবার কোন ধরতে হবে!
শুধু কি তাই ? স্মৃতিতে আর চিন্তনে আজ ঘুণ
খেলার মাঠের হাজার খেলা খেলার মাঠেই খুন।
বন্ধু জুটির নাইতো কথা সবার দৃষ্টি ফোনে
শরীর শান্তি ঘুমের কামাই নিশিথ প্রহর গোনে।
দৃষ্টি শক্তি খর্ব হোলো কমল শরীর ক্ষম
ভগ্ন শরীর সুস্থ রাখার বাড়ল ওষুধ শ্রম।
ফোন ম্যানিয়ায় ভূগছে এখন যতেক বিশ্ববাসী
নিয়ন্ত্রণের বাইরে গেলেই সে যে সর্বনাশী !!