আপন তেজে জ্বলছো প্রভূ
      যুগ   যুগান্ত ধরে,
নাই তো তোমার কাজের বিরাম
      একটু খনের তরে।
নিয়মে বাঁধা সৌরজগৎ
     সবাই তোমায় মানে,
অসীম শক্তি দিয়ে তাদের
       ঘোরাও তোমার টানে।
সৌর ধারার কণা তুমি
     পৃথিরে করলে দান,
সেই কণার ই বিশালতা
     জাগাল তাহাতে প্রাণ।
ক্ষুদ্র আমি তুচ্ছ আমি
    মহৎ প্রানের মাঝে,
দাওগো প্রভূ শক্তি যেন
    সদাই মাতি কাজে।
অলসতার করাল ছায়া
  নাওগো আমার হতে,
দীপ্ত তেজের বহ্নি জ্বালো
       মনের অন্তরেতে।
কর্ম মাঝে ডুব দিতে দাও
        অহর্নিশি ধরে,
ক্ষুদ্র আয়ূর পূর্ণ সময়
     পূণ্য কর্ম করে।
আজি এ প্রাতে প্রনমি তোমায়
    মর্ম আমার হতে,
তেজ শক্তি দাও হে প্রভূ
    আমার অন্তরেতে।