''মোড়ের মাথায় আছে দোকান,
     আনত প্যালা কয়েকটা পান''-
প্যালা শূধায়,'' দেখেন দাদূ,
    রাস্তা জুড়ে আছে কাদূ-
এমন পথে চলে সাইকেল!
   বলি তোমার কিবা আক্কেল? ?''


দাদু বলেন,'' ওরে প্যালা -
       ফোনেই কাটাস সারা বেলা!
নাওয়া- খাওয়া তো উঠল ডগায়-
       ব্যাস্ত সদাই, ফোনের খেলায়!''
প্যালা বলে,''বোকোনা মোটে,
    পড়া-শুনো নাইতো ঘটে-
বন্ধুদেরকে দেখাতে লুক,
      ঘাটছি সদাই ফেসবুক।''


''পড়ার কথা,বলিস নারে,
     দিন তো কাটাস, ঘুরে- ঘুরে
এত শত ডিগ্রী পেলী!
    রকে বসেই কাটিয়ে দিলি?''
''ডিগ্রি নিয়ে,ধূয়ে খাবো?
    বলোতো কেমন চাকরী পাবো?
কেসের জেরে, বন্ধ নিয়োগ
   তাইতো আমার, কর্ম-বিয়োগ!''


হায়রে যুগের কেরামতি!
    বাড়ায় নেশা, কমায় নীতি-
উড়ছে টাকা যথারিতি-
    বেকার তবু নাই কমতি।