একি অপরূপে সেজেছ ধরনী!
       যেনবা, সদ্য স্নাত রমনী,
চারিদিকে তব, সুডোল চাহনি-
    ফলনে শোভনে মাতৃ-রূপীনী।


সবুজ বসনে,বৃক্ষ রাজে,
   তুষার-সৃঙ্গে শুভ্র সাজে!
নীল আঁচলে সমূদ্র যে,
  সর্ব রূপীনী সবার মাঝে।


তোমার পরে গজাল ঘাস,
   ঘিরলো তোমায় সু-বাতাশ!
পেট ভরাতে, করলে চাষ-
    'জননী' রূপেই তোমার বাস।


কভূবা তোমার রূক্ষ্ম-বরন,
   সন্তান যদি কূ-এর স্মরন-
আবার তুমিই শান্ত হলে,
   আপন বলে, নাও যে কোলে।


রূপে রসে গন্ধে মাগো,
    সদাই আমার সামনে জাগো-
তুমি আমায় ছাড়লেও মা!
আমি তোমায় ছাড়বো নাগো।