পাগলা দাসুর পাগলামিটা-
              বড্ড গেছে বেড়ে!
হুকুম করে, হাতের খাবার
             দিব্বি নিচ্ছে কেড়ে।


ওই তো সেদিন, মোড়ের মাথায়-
               বাধিয়ে দিল কান্ড,
দাঁত খিচিয়ে, লোক তাড়িয়ে,
                ঘটাল লণ্ডভণ্ড!


ছেলেরা সবাই জটলা পাকায়,
             এইটা-ওইটা ছোড়ে,
কখনো দাসু সামলে ওঠে,
            কখনো যায় পড়ে।


ক'দিন আগে, পাগলা দাসু
        ছিলনা এমন মোটেই,
ঘুরতো-ফিরতো, কথা বলতো,
         দশটা লোকের মতোই।


সেদিন ছেলের বাইকে চেপে
              চলল মেয়ের বাড়ি,
হঠাৎ দাসু সামনে দেখে!
           জমকালো এক গাড়ি।


ছেলেকে তার,নামিয়ে পথে-
        কাটলো পশুর মত!
এটা 'রাজনীতি' আখ্যা দিলো-
        লোকজন ছিল যত!


নিজের চোখেই, দেখল চেয়ে-
           নিজের ছেলের বলি!
তখন থেকেই, 'পাগল' দাসু
             হায়রে ঘোর কলি!