পাড়ার মোড়োল গনেশ শর্মা,
       মোড়েই করেন বাস-
রে- রে করে কাঁপিয়ে রাখেন,
      চারিধার চারিপাশ।


পাড়ার যত, মামলা মিটিং
         দেন সমাধান করে,
কতটা বুদ্ধি খাটিয়ে, আবার
          কতটা গায়ের জোরে।,


সাইজ খানা বেজায় গনেশ,
           মন তিনেকের ভূড়ি,
সুযোগ পেলেই খাওয়ান হাওয়া-
        কোমোরে গামছা বেড়ি।


ক্ষিদে পেলে, কম করে খান
            খান পনের রুটি,
কেজি খানেক মটন কষা-
        আর কিছু নেই ছুটি।


দিন রাত্রী মটন খেয়ে
       দিব্বি আসেন তেড়ে,
কেউ তার চাপে চ্যাপটা হয়ে,
        পাড়াই দিল ছেড়ে!