জাগো হে ভৈরব,
      জাগো তুমি জাগো।
ধরাধামে এত পাপ,
       কলুষিছে যে গো।।


হিংস্র বন্য যত,
       করে যে রাজত্ব-
তোমারি ত্রীশুলাঘাতে ,
      ঘোচাও দাসত্ব ।
এত জ্বালা যন্ত্রনা ,
      সহিছেনা যে গো।।


প্রলয় হূঙ্কারে, শাসাও দোষীরে,
রোষাণলে ভষ্ম, করহ পাপীরে।


বিজয় শঙ্খ ধরো ,
    রণধামে আসি
হেলায় তুচ্ছ করো,
        যত নর অসি
নব রূপে গড় তুমি,
          চরাচর ভাগো।।