কল্পলোকের সুন্দরীসে, মনের মাঝে দেয় দোলা;
যেন মনে হয় স্বর্গ পরি,    
          ধরায় মাঝে অবতরি-
পশিল হিয়ায় বাঁধন যে তার, ভোলায় রে মন মনভোলা।


মনের গহনে লুকানো, সে তাই কভুনা বাইরে আসে-
সকাল বিকাল সারা বেলা,
         আপন দোলায় দেয় সে দোলা-
ঘোরে আরবার প্রতি বারবার, খেলে যায় আসেপাসে।


চিত্ত মাঝারে প্রতিরূপ গড়ি, সহজেই কাঁদি হাসি;
চোখে চোখ রাখি, মুখমুখি বসি,
     মনে মন ঢালি, অনুরাগ মিশি-
সুখের পরসে দিন রাত যায়, পুলক সলীলে ভাসি।


লুকায়ে রেখেছি ভালবাসা মোর,  কভূনা দেখাতে চাই-
বাইরে যদিবা আলোক হাওয়ায়,
            কর্পূর সম উবিয়া বেড়ায়-
দিকে দিকে তবে রবে হাহাকার,  সব আছে তবু নাই।


তাইতো স্মৃতিই সম্বল করি,  জানিনাতো তার নাম-
দুষ্টু চোখের মিষ্টি চাহনি,
     হাস্য মুখের মিষ্টি ভাষিনী-
সেই টুকুতেই এঁকেছি ছবি,  যতই সে হোক বাম।