কিশোর বয়সে প্রথম প্রেম,
      স্কাট পরিহিত, ফিটফাট মেম;
প্রথম দেখায় পড়িনু ধরা,
       মজেই গেলাম, কি আর করা;
তারে,  ভোলা কি আর যায়?
        শুধু ভুলেই থাকতে হয়!


তারে নিয়ে মেলায় যাওয়া,
      গঙ্গা পারে মিষ্টি হাওয়া-
একসঙ্গে ফুচকা খাওয়া,
      সাইকেলে করে বেড়াতে যাওয়া;
সেসব, ভোলা কি আর যায়?
           শুধু ভুলেই থাকতে হয়!


একদিন,
চিঠি পাঠাল সুপ্রভাতে,
     পড়বি তো পড় বাবার হাতে!
হায়রে তখন কি যে করি,
      পেটন খেলাম এক চচ্চড়ি!
প্রেমের মাথায় পড়ল বাড়ি,
      সোজা পাঠাল মামার বাড়ি।
তখন থেকেই ছাড়াছাড়ি-
      আর করিনি বাড়াবাড়ি।
তবুও, ভোলা কি আর যায়?
        শুধু, ভুলেই থাকতে হয়।