ইচ্ছে করে পাখি হয়ে
        উড়েই ভেষে যাই,
ভূবন মাঝারে সকল কিছু
       আঁখির মাঝারে লই।
অগাধ সৃষ্টি বিশ্ব জোড়া ,
         মৌন লোকে জাগাবে সাড়া-
আমার মত সুখী তখন,
          ভূবন মাঝারে নাই।


ইচ্ছে জাগে মৎস হয়ে
        সাগর মাঝারে জুটি,
জাহাজের সাথে পাল্লা দিয়ে
        আগে আগে তার ছুটি।
সাগর থেকে মহাসাগরে,
    পাড়ি দেব সারা জীবন ভরে;
দিন কাটাতাম ঘুরে ফিরে-
          আনন্দে লুটোপুটি।


ইচ্ছে করে মহাকাল হয়ে,
      দ্যুলোক ভূলোক কঁ।পিয়ে বেড়াই-
গ্রহ তারা গুলি মুঠোয় পুরে,
       লাটিমের মত পাক খাওয়াই।
মহাকাশ ঘিরে যত বিষ্ময়-
      আমাতেই হতো তার সব ক্ষয়;
ভাঙা গড়ার খেলায় মজে,
          অমর হয়ে দিন কাটাই।


এমনি আমার ইচ্ছে গুলো
        বাস্তবে যার সত্য নাই,
পাছে শুনলে হাসবে লোকে-
      তাই প্রকাশও করি নাই।
এই জগতে যে যা চায়,
      সঠিক করে কে তা পায়?
তাই তো ধরায় যা পেয়েছি
      তারই সুখে মন ভরাই ।