বিশ্বধর্ম সম্মেলনে,
       বিশ্ববাসীর কাছে,
অযাচিত এক বীর সন্তান,
        শান্তি বারী যাচে-
সবার মাঝে বিভেদ ঘোচায়,
       ঘোচায় সর্ব দ্বন্দ্ব-
বিবেকানন্দ সে যে বিবেকানন্দ।।


সভায় তখন লোক ধরেনা...........
      স্বামীজিকে সুযোগ দেয়না,
শেষে স্বল্প সময় পেলেন,
জনের হিতকরে-
ভাই বোনেরে সম্বোধনে,
        বাড়ায় তাদের আনন্দ-
বিবেকানন্দ সে যে বিবেকানন্দ।।


ধন্য হল ভারত বাসী , ধন্য তারি জন্য,
বিশ্ব মাঝে ভারত তখন, অভূত অনন্য।


জগৎ মাঝে শ্রেষ্ঠ ধর্ম.......
সেতো হল মানব ধর্ম,
জীবের মাঝে শিবের গান গাও
জাতি ধর্ম ফেলে-
মুচি মেথর দরীদ্রদের,
     ঘোচান নিরানন্দ
বিবেকানন্দ সে যে বিবেকানন্দ।।