ভাবুক কবি ভাবতে থাকে,
     ভেবেই কাটায় ক্ষণ -
ভাবের ঘোরে ছন্দ উধাও;
     মন তাই উচাটন।


জগতে সকল সৃষ্টি মাঝারে,
       প্রাণ ধ্বনি খুঁজে পান-
ছন্দে সুরে কথায় গানে,
       তারি গীত গেয়ে যান ।


অতি সাধারণ মুখরিত হয়ে
      সুলোলিত গায় কানে,
জড়েও জাগে প্রানের সাড়া-
      তাঁর সে তুলির টানে।


চেষ্ঠা করেন সরাতে কিছু
          সমাজের অপকর্ম,
হৃদয়ে পরিয়ে মানবিকতা -
           সচেতনতার বর্ম।


কখনো তাঁর তুলির টানে
      বিপ্লব জেগে ওঠে,
কখনো আবার শান্তি ধারার
       বরিষণ বারি ছোটে।


কালের গহ্বরে কবির জীবন
          অস্ত গামী হয়,
সৃষ্টিরা তবু আপন আভায়
          প্রদীপের মত রয়।