যায় না মাপা মনের গতি
        চোখের পলকে ধায়,
মনে দ্রবিভূত ইচ্ছা শক্তি
         সঙ্গী তারে পায়।
হার মেনে যায় আলোক রশ্মি
        তার সে গতির কাছে,
গতি তালিকার সর্ব শীর্ষে
         মনের নামই আছে।


যায়না খোঁজা মনের গভীর,
          কোথায় যে তার তল?
ডুবুরী সাঁতার দিয়েই মরে
            নাইতল  অবিকল।
মনের মাঝি মারলে ডুব,
           তবেই নাগাল পাবে;
বাকিরা সবাই বিফল হয়ে,
          নিরবে বিদায় লবে।


যায়না শোনা মনের কথা
         সংগোপনে থাকে,
মন বিলানোর তেমন সাড়া
      দেয়না হাজার ডাকে।
এক জনেতেই উজাড় করে
          সকল মনের কথা,
মনের মানুষ ভেবে যারে
        সয়েছে সকল ব্যথা।