ভাঙা-গড়ার খেলায় ভরা
           ছোট্ট এজীবন,
এই খেলাটা থামবে, যখন
          শেষ হবে লগন।


স্বপ্ন গড়ে  সুখ দরিয়ায়
          ভাসতে সবাই চায়,
কারোর দীশা মেলে, আবার
          কেউবা ভেসেই যায়।


অভিমান বশে, বিবাদ জেরে
             চীড় ধরে সম্পর্কে,
সুখি পরিবার, হয় ছারখার
             দায়-অনাদায় তর্কে।
          
একূল ভাঙে, ওকূল গড়ে
           এইতো নদীর কাজ,
কেউবা রহে উল্লাসে, আর
          কারোর মাথায় বাজ।


কোনো কিছু গড়তে হলে
        অনেক কিছুই ভাঙতে হয়,
ভাঙা গড়ার খেলায় পৃথ্বি
          তাইতো এত ছন্দময়।