ঘিরে ধরলে হতাশা তোমায়
        তাকাও নিম্ম স্তরে,
তুমিই সবার বেশি দুঃখি
        ভাবছো  কেমন করে?


খোড়া, কালা,  অন্ধ-বোবা
        সব খানেতেই আছে,
বলোতো তারা কেমন করে
         এমন ভাবে বাঁচে?


ওদের চেয়ে নওতো দুঃখি
         এইনা ভবের মাঝে,
তবে এত দুঃখ কেন
          সকাল থেকে সাঝে ?


আসার সময় আনিনি কিছু
           সঙ্গে লয়ে হাতে,
যাবার সময়ে পাবোনা কিছু
        আকড়ে  ধরে যেতে।


তবুও বেশির বেশি চেয়ে
        কেনবা হতাশা করি,
এসোনা স্বল্পে সুখ খুঁজে নিই
         সত্যের পথ ধরি।