বন্ বন্ বন্ ঘুরছে পৃথি
        এক নিয়মে ঘুরছে,
শন্ শন্ শন্ বাতাশ গুলো
         এক নিয়মেই বইছে।
এক ঘেয়ে এই জগৎটাতে
          নতুন কিছু নাই,
ধুর,  ভাল্ লাগেনা, ভাল্ লাগেনা
           ভাল্ লাগেনা ছাই।


প্রতি দিনকার খাবার দাবার
          এক নিয়মেই খাই,
স্কুলে যাবার সময় হলে
           এক ভাবেতেই যাই।
দৈনন্দিন কাজের মাঝে
             হেল দোল কিছু নাই,
ধুর,  ভাল্ লাগেনা, ভাল্ লাগেনা
           ভাল্ লাগেনা ছাই।    
  
এক এক করে, একই ভাবে
           বয়স টাও বাড়ছে,
জীবনে রাঙানো সবুজ তরী
           ঘাটের চাতাল ছাড়ছে-
তবুও সোফায় হেলান দিয়ে
           আরামেই তুলি হাই,
ধুর,  ভাল্ লাগেনা, ভাল্ লাগেনা
           ভাল্ লাগেনা ছাই।


কে কার টাকা মেরেই নিলো
           কারে মারলো ল্যাং,
জনতার রায়ে পেটন খেয়ে
            কার ভাঙলো ঠ্যাং!
তারি ভাবনায় নিজেকে দেখার
           সময় কোথায় পাই? ?
ধুর,  ভাল্ লাগেনা, ...................
            ............................... ।।