শহরের এক প্রান্তে থাকা,
      দীর্ণ, জীর্ণ, মফস্বল
ঝাঁঝাল রৌদ্রের তেজ;
শুনশান রাস্তা,  জনবিরল
সন্দেজনক আনাগোনা।


বকুলের তলায়, অস্থির পায়চারি
      ভীন দেশি ছেলের,
       কারো প্রতিক্ষায়।
গোলি থেকে আসা, একটা মেয়ে
বারির ধারায় ছলছল ।
  একান্তে ফিস্ ফিস্
        ''আব্বা মানা করলো
         লুকিয়ে এসেছি''
অন্তরঙ্গ আলিঙ্গন ।


হঠাত্ই তীব্রবেগে, কয়েকটা
মাস্তানের আগমন,
অতর্কিতে আক্রান্ত ছেলেটি
চলে যায় কোমায়!
মেয়েটি গলায় দড়ি দেয়
    ''অন্যত্র বিবাহের প্রস্তাবে"


দোষ? ?
"বিধর্মীদের প্রনয়"


একটাই জিজ্ঞাসা
ধর্ম টাই কি সব? ?