ক্রীকেট খেলায় মৃদুল রায়
        এমন বেগে বল পেটায়,
বল সে পালায় এমন দুর
          দুই ছক্কার সমুদ্দুর।
ছোট্ট মত বলের ছানা,
            করল তারে তুলোধনা।


আবার কখন বন্ধু সভায়,
        গলা উচিয়ে গান গেয়ে যায়।
যত গান আছে বাংলা হিন্দি,
         সব কটি তার গলায় বন্দি।
কোনসে গানের কি ইতিহাস-
          নিমেষেই সব করে দেয় ফাঁস।


কখন আবার ছন্দ জাগে,
      ভাবের ঘোরেই বলতে লাগে;
সহজ কথা ছন্দে ভরে,
       মনের গোড়ায় মালিস করে।
এমনটি তার প্রতিভা দেখে,
        ভাবুক কবি বলছে লোকে।


এহেন মৃদুলে কি বা নাই?
       যা চেয়েছে পেয়েছে তাই।
কবিতা গানে খেলার ছলে,
         ভালবাসা পায় মন দখলে।
প্রেমের টানই মুখ্য যে তার-
         ওইটা ছাড়া মূল্য কি আর?