খেলতে যাব মাগো, এবার
          একটু ছাড় না,
বন্ধ ঘরে লেখা-পড়া
         ভালোই লাগে না।


সকাল থেকে এক নিয়মে
            বসেই আছি ছাই-
অঙ্ক-ভূগোল এসব,  মাথায়
           কিছুই ঢোকে নাই।


অঙ্কের ওই শূন্য গুলো
          মনে হয় ফুটবল,
পেনটা তখন পা বনে গিয়ে
         শট্ দেয় অবিকল।


মনটা আমার পড়েই থাকে
         ফুটবলের ওই মাঠে,
কেমনে তারে ঠেকাই বলো
         রসকস হীন পাঠে।


পড়ার সময় অনেক পাবো
        সারা দিনটাই আছে,
তাড়াতাড়ি না গেলে, ওরা
         ভাগ করে নেয় পাছে।


সব সময়ে পড়লে আবার
        মাথার ব্যামো হবে,
তাই বলছি দাওনা ছুটি
         খেলেই আসি তবে।