ছোট্ট বেলার সেদিন গুলি
     আর পাবনা ফিরে,
স্মৃতির পটেতে রয়েছে আঁকা
      ঔজ্জ্বলতায় ঘিরে।


ওই তো সেদিন, দিদির সাথে
         প্রথম গেলাম স্কুলে,
ভয়ে ভয়ে কাটে প্রথম দিনটা
          এখনও  যাইনি ভুলে।


স্কুলের থেকে গান গেয়ে গেয়ে
        ফিরতাম মাঠে মাঠে,
দেখে শুনে স্যার, 'গেনো ছেলের'
         তকমা দিলেন এঁটে  ।  


বর্ষাকালে ছিপ দিয়ে মাঠে
        কতই না মাছ ধরা,
কুলের গাছে ঢিলটা মেরে
         ফলের বংশ সারা।


সেই সে ঝিলে দুপুর বেলায়
         শালুকের ফুল তোলা,
পূর্ণিমা রাতে ঘর কাটিয়ে
          বাক্স- গদি খেলা  ।    


ছোটোবেলাতে খেলাধুলোটা
        মোটা মুটি করতাম,
বয়স বাড়লে পড়ার চাপে
        কিছু কিছু ছাড়লাম।


ধীরে ধীরে আরো ব্যস্ত হলাম
         কাজের থেকে কাজে,
হারালো কখন ছোট্ট বেলা
        বুঝতে পেলাম নাযে।