এই জগতে নয়তো রে কেউ
          মিছেই হেলাফেলা
অভাব টা তার,  বুঝলি রে তুই
         শেষের বিদায় বেলা।।


আপন জেনে তোর ঘরেতে
       করে সে তোর কাজ,
বুঝেও তারে বুঝলি নারে
        দিলি বিষম লাজ।
চলে গেল বাঁধন কেটে
            নিয়ে অবহেলা।।


শূন্য নীড়ে ভাবিস বসে
         লাগে কেন একা,
সাথী যে তোর উড়েই গেল
         পাবি না আর দেখা।


সাথী হারা হয়ে রে তুই
          বেড়াস শুধু খুঁজে,
বিফল হয়ে নীড়েই ফিরিস
            আঁখি জলে ভিজে।
মনে মনে কাদিস রে তুই
             বুকে নিয়ে জ্বালা ।।