আজ যেরে বিয়েবাড়ি
চল তবে মজা করি,
নাচি-গাই,  ঘুরি-ফিরি
বেরো তবে তাড়াতাড়ি।


দেখে শুনে তৎপর
জমকালো ড্রেস পর,
পার্লারে ফেস কর
তাক লাগা দিনভর।


চারিদিকে হইচই
এটা কই ওটা কই,
সব কিছু যুৎসই
কমে কিছু পার নাই।


নব রূপে বর-বধূ
রূপে যেন কত মধু,
দিন হোক তারই শুধু
পাড়ি দিক ভরা সিধু ।


চল খেতে বসে যাই
এটা খাই ওটা খাই,
কম খেলে হবে নাই
সব কিছু বেশি চাই।


ভরপেটা খেয়ে ভারি
চল ওরে বাড়ি ফিরি,
হাই তুলে শুয়ে পড়ি
আরো হোক বিয়ে বাড়ি।