এমনি আমি ভাল ছেলে
       সাতে পাঁচেতে নাই,
আমার পিছেই লাগিস শুধু
       বলতো কোথায় যাই?


পড়াশোনায় বেজায় খারাপ
         পেছন বেঞ্চে বসি,
তবুও পড়া আমাকেই ধরে
        স্যার যে ভীষণ খুশি।


বাবা-মা আমায় যা কিনে দেয়
        সেটাই আমি পরি,
তোদের মত অন্যের দেখে
        হাহুতাশ নাই করি ।


সাত সকালে উঠেই আমি
      পড়ি আর কাজ করি,
তোদের মত দশ বারোটা
        টিউশনে নাই পড়ি।


মা-বাবা আমার বড্ড গরিব
         মাঠেতে রোজ খাটে,
আমার মত ছেলের কি আর
        অতি বড় হওয়া জোটে?


নাইবা হলাম বিশাল কিছু
       নাইবা হলাম ধনী,
ভাল মনের মানুষ হওয়াই
       সবার চেয়ে দামি!