গো গো ভর ভর
         হিস্ হিস্ শুই,
মাঝ রাতে ঘর মাঝে
         বাজ পড়ে ওই ।


নাক ডাকে প্যালারাম
         ঘরদর কাপিয়ে ,
তার চোটে ঘুম ভেঙে
         পাঁচু ওঠে চেঁচিয়ে।


এয় প্যালা ওঠ দেখি
         মারি এক ঠেলারে,
তোর লাগি কানে তালা
          পড়ে এই বাজারে।


সরসের তেল ঢেলে
         নাকে এক রত্তি,
ঘড় ঘড় করে যাবি
         নাকি সারা রাত্তি?


চিৎকার শুনে প্যালা
        বলে নাক উচিয়ে,
তোর বুঝি ডাকে না
        ওরে বাবা 'চেঁচিয়ে'।


কাল রাতে সারারাত
        ডেকেছিস নাক,
রেকডিং করা আছে
       দিসনিতো ফাঁক।


ঘুমে গেলে ঠিক হুস  
        থাকেনাতো হায়,
কার নাক কত জোরে
         চড়া সুরে ধায়।


অতয়েব ঘুমে যা
           সুখ দেরে মরমে,
নাক ডাকা শুরু হোক
          নরমে বা চরমে।