শীত পড়েছে বড্ড বেশী,
ঠাকুমা যাবেন গয়া-কাশি
দেখতে লাগে বড্ড খুশি।


সঙ্গে যাবেন ছোট পিসি,
তার মনটিও হাসি হাসি
আর যাচ্ছেন মেঘনা দাসি।


তবড়ানো গাল,  দাঁত কটা নেই,
ঠাকুমা তবু যুবতী মতোই
হাঁটেন,  চলেন সাধ্য যতই।


বস্ত্র ভরে পুঁটলি করে,
চিড়ে মুড়ি প্যাকেটে ভরে
ঠাকুমা চলেন শিবের ঘরে।


ঠাকুমা বলেন হর হরি,
আর কটা দিন ঘুরি ফিরি
তীর্থে গিয়ে পুণ্য করি।


শেষে যাবার সময় হলে,
তোমার কোলে নিও তুলে
বলহরি বলহরি বলে।''


''ও ঠাকুমা দুঃখ রাখ,
শিবও তোমায় ডাকছে দেখ
বলছে ভবের নিয়ম শেখ।''


''ঠিক বলেছিস দাদু ভাই,
এবার তবে আমরা যাই
জয় গোপাল জয় নেতাই।''