এক আমিরের এমন বটি
এক মাত্রায় একশ কোটি,
এক শাহরুখের এমন বই
দুশো কোটির ছুঁই-ছুঁই,
এক ক্যাটেরিনার রূপের ছটায়
তিনশ কোটির বুক ফেটে যায় ,
এক সে মোদির নির্দেশিকায়
অগুনন বাধা পার হয়ে যায়,
এক সে লতার মধুর স্বরে
ভারতবাসী ঘুমিয়ে পড়ে,
এক সে শচীন খেলার টানে
সারা পৃথিবীরে মাঠে আনে।
এমনি কত দেশপ্রিয়
কীর্তি যাদের বন্দনীয়,
এক দিনে তো হয়নি তারা
সবার প্রিয় সবার সেরা।
ওঁদের জনম বৃত্ত যত
আর দশটা শিশুর মত,  
কিন্তু ওদের বেড়ে ওঠাটা
নয়ত মোটেই সাদামাটা।
পরিশ্রম আর মেধার বলে
বিকাশ সাধন এগিয়ে চলে,
জন বিশেষের সহায়তায়
আত্মপ্রকাশে সুযোগ সে পায়।
চেষ্টা করে সাধ্য বলে
মানব মনে আসে চলে।
শুরু হয়ে যায় জয় যাত্রা
উত্থান পতনে বাড়ায় মাত্রা ।
তবে,  লক্ষ্য রেখে নিশানাতে
কাজ করে যাও সাধ্য মতে,
হয়তো তুমিই অমর হবে
জগৎ পরে সৃষ্টি রবে।