অনেক কথা বলতে চাই,
যে কথায় হৃদয় ভোলে-
যে কথা আমার আমিরে
পৌছে দেয়, আলোর ঠিকানায়।
যে কথায় দুঃখিত প্রাণে
সান্ত্বনা বর্ষিত হয়,
যার লাগি সারা বিশ্ব
অপেক্ষমান যুগ যুগ ধরি।


অনেক কিছু করতে চাই,
যে কর্মে, কুসংস্কারাচ্ছন্ন সমাজ
উন্নিত হয় আলোক সমীপে।
যে কর্মে, অবহেলিত নিষ্পেষিতরা
নতুন করে বাঁচতে শেখে।
এমন কিছু কাজ, যেখানে
নিজেকে উজাড় করে,
সর্বোৎকৃষ্টটা দিতে পারি।
যার দ্বারা সামান্য হলেও
সুখ আনতে পারি,
মানুষের অন্তরের অন্তঃস্থলে ।


অনেক পথ চলতে চাই,
সিংহল সমুদ্র থেকে হিমাচল
সিন্ধু নদ থেকে ব্রহ্মপুত্র ।
ধনীর সাম্রাজ্যের অট্টালিকা থেকে
দরীদ্রের পর্ণ  কুটির।
কুটিলের কর্কশ মনের প্রান্তর থেকে
সরলের স্নেহ পূর্ণ মনের আঙিনায়।
সর্ব পথ চিনে,  সবার দ্বারে
পৌছে দিতে চাই, শান্তির বার্তা।