দেশ বিদেশে ঘুরলি কত
        সারাটা জীবন ভরে,
সুন্দরবনে আয়রে ভায়া
       স্বাগত জানাই তোরে।


সপ্ত নদীর পারের পরে
    দেখবি ছোট্ট কুড়ে ,
রয়েছি সেথায় দুই জনেতে
      কষ্ট কর্ম করে।


আমি নিজে মীন পোনা ধরি
          মরদ ফেলে জাল,
তাই দিয়ে ভাই কোন রকমে
         যাচ্ছে মোদের কাল।


রোদে পুড়ি জলে ভিজি
        সইযে সকল ব্যথা,
জোয়ার- ভাঁটা, ঝঞ্ঝা-তুফানে
         নোয়াই নাতো মাথা।


ভগবানের আশিস পরে
         চাঁদ পেয়েছি কোলে,
যত্ন দিয়ে সাজাই তাকে
         মানুষ করবো বলে।


বাপে মায়ে আর বেটাতে মিলে
         সুখেতেই করি বাস,
তুমিও এসে মজা নিয়ে যাও
           ঘুরে যাও চারিপাশ।