রাশি রাশি শুধু জল
মাঝে মাঝে থাকে স্থল,
তাকে ঘিরে রহে বন
নাই সেথা কোন জন,
জল পশু আর বন
নাম তার সুন্দরবন।


শাল সেগুন বানি সুন্দরী
বনকে সাজায় রূপের পরী,
মহুয়া শালুক খলশী গরান
পাতার বাহারে ভরায় পরান,
বৃক্ষ প্রেমিক আছেন যেজন
দর্শন সুখ পাবেই সেজন।


মাতলা পিয়ালী বিদ্যাধরি
প্রলয় স্রোতে ভয়ংকরি,
ঘুর্নাবর্তে নৌকা ডোবায়
প্লাবন বানে জীবন ভাষায়।
সেইতো আবার পললে ভরি
বক্ষ মাঝারে ব-দ্বীপ গড়ি,
লক্ষ মানুষে বসত দিল
দ্বীপের সেরা নামটি নিল।
সঙ্গে পেল চৌকিদার,
রয়েল বেঙ্গল নামটি তার।