মাথায় ভরা চুলের রাশি
     জট না ধরে পাছে,
তাই না ভেবে কিপটে দাদু
      গেল নাপিতের কাছে।


নাপিত বলে ক'টাকার চুল
      কাটব বলেন বাবু,
দাদু বলেন কমের মধ্যে
     চুল করে দাও নাবু।


কেলো নাপিতের ষণ্ডা কাচি
     সাঁই সাঁই করি ছোটে,
নিমেষের মাঝে দাদুর মাথা
     শুনশান হয়ে ওঠে ।

যেখানে সেখানে চুল খাবলে
     তুললো এমন বুড়ো,
করতে সমান দাদুর মাথা
     হইল নেড়া মুড়ো।


কিল-ঘুসি দিয়ে জরিমানা করে
      ভাবেন দাদু ফিরি,
মাস পাঁচ-ছয় চুল না কেটে
        এমনি ভাবেই ঘুরি।