অশান্তির অনল দহনে
      প্রকৃতি আকাশ ক্রুদ্ধ,
স্বার্থ লোলুপ সন্যাসীরা
        মনেরে করে বদ্ধ।


তখন যদিবা বিচলিত তুই
        শান্তি চাস মনে,
কষ্ট হলেও একবার যাস
        শান্তিনিকেতনে ।


কবিগুরু এই আশ্রম গড়ি
        আপন শান্তি চান,
সলিল সমান কাব্যধারায়
         শান্তির বানি পান।
        
মুক্ত শিক্ষা প্রাঙ্গনে সব
        বৃক্ষ তলায় পড়ে,
শিক্ষা কলা সঙ্গীত জ্ঞান
        নেয় অন্তর ভরে।


প্রকৃতির শোভা,  স্নিগ্ধ বাতাস
         জাগায় মনে শান্তি,
মনলোকেতে প্রেরনা জাগায়
         বাড়ায় মনের কান্তি  ।