ভোরনা হতেই ছাড়ে মোরগ
         কঁকর কঁকর ডাক,
সকাল বেলায় স্বাগত জানায়
      এক শালিকের ঝাঁক।


বকম্ বকম্ পায়রা গুলি
       সুরেলা সুরে গায়,
তাইনা শুনে তালে তালে
       চড়ুই নেচে যায়।


শুভ্রতাকে সঙ্গী করে
        সারস মেলে ডানা,
পানকৌড়ির জলে ডুবতে
       নাইরে কোনো মানা।


কুহু-কুহু রবে মধূর স্বরে
       কোকিল ডাকে ওই,
ময়না টিয়া দোয়েল শ্যামা
      সবাই যে তার সই।


এমনি অনেক পাখির আলয়
       বিশ্ব ভুবন জুড়ে,
বদলে যাওয়া যুগের হাওয়ায়
       কেউবা যাচ্ছে ঝরে।