কাটল প্রহর পড়ল বেলা,
চল দেখতে যাইরে মেলা।
মনের কোনায় ভরল খুশি,
দেখে মায়ের মুখের হাসি।
মায়ের পায়ের আশিস নিয়ে,
কেনা কাটাতে মাতিনু গিয়ে।
হরেক জিনিস সবখানা পাই,
নিত্য কাজেতে যতকিছু চাই।
চপ ঘুগনি ফুচকা বাদাম,
যতখুশি খাও কমসম দাম।
মাথা ঘোরানোর নাগরদোলা,
চিৎকারে কান ঝালাপালা।
আর বলোকি পাবে মেলায়?
হেসে  খেয়ে মনটা ভরায়।
খুশির স্রোতেতে ভাসে শতপ্রান,
তাইতো মেলার গাই জয়গান।