নেংটি যত ছুচোর ছানা,
এঘর সেঘর দিচ্ছে হানা।
দেখলে কোন কাপড় গাদা
ভাবে তখন সাদাসিধা,
ভেতরে অনেক খাবার আছে
কেউ দেখে নেয় আগে পাছে,
অমনি কাটা কাটি শুরু
চাইনা কোন শেখার গুরু।
দেখল যখন খাবার নাই,
শীতের বেলা গরম খাই।
এই অভিযান বিফল হলে,
আবার খোঁজাখুঁজি চলে ।
সব পুঁটুলি করলে ফুটো,
হয়তোবা পায় খাবার দুটো।
হাজার টাকার বসন কেটে,
দু-এক টাকার খাবার জোটে।
হায় কাঙালি কেঁদেই ফেলে,
এত টাকার বসন গেলে।
তাই বলছি রাখলে পুঁটুল,
দু-এক টাকার রাখবে নুডুল।
নেংটি ছানা খাবার পাবে,
কাটাকাটিতে ক্ষান্ত দেবে।