শহরে এসে গনেশ শর্মা
          মহা বিপাকে পড়ে,
পেট পূরণের হোটেল গুলো
         কোথায় লুকিয়ে মরে?


নাকাল হয়ে ঢুকতে হল
        হোটেল চিত্রলেখা,
হুমকি দিয়েও পেলনা খুঁজে
       পান্তা , আলু মাখা।


যাইবা পেল পরিমাণ দেখে
          হইল চক্ষুস্হির,
এত কম্ কম্, কব্জি ডোবেনা
         মন ভেঙে চৌচির।


আধপেটা খেয়ে ভাবল গনেশ
        মিছেই বসে থাকা,
মালিক এসে বিল দেখালেন
        পুরো ষাটটি টাকা।


বল্লো গনেশ  'দেবনা টাকা
          টাকাকি গাছে ফলে?
এমন খেলাম ওঠেনা ঢেকুর
            কিইবা তবে দিলে?