নিরামিষ আর ভাল লাগেনা
       তাই বাজারে গিয়ে,
এক এক করে সাতখানা কই
       আনল বামুন নিয়ে।

বামনি দেখে ভীষণ খুশি
        বললো চারটে আমি,
তিনখানা কই রইবে পড়ে
         ওই কটা খেয় তুমি।

মানতে নারাজ বামুন বলে
        এই আমি চুপ হই,
যে বলবে প্রথম কথা
        সেই খাবে তিন কই।

এইনা বলে কইগুলো রেখে
       যেইনা শুয়ে পড়া,
প্রতিবেশিরা ডাকল তবু
       কেউ দিলনা সাড়া।

সবাই মিলে দরজা ভেঙে
       ভেতরে গিয়ে দেখে,
দুই জনেতে রয়েছে শুয়ে
       নাইতো কথা মুখে।

ভাবল বুঝি মরেই গেছে
        দাহ করবে বলে,
কাঠ-টাঠ কেটে দুই জনেরে
        চিতায় দিল তুলে।

বামুন তখন বললো গিন্নি
        হার মেনেছি আমি,
আমিই নাহয় তিনখানা খাই
        বাকি কটা খাও তুমি।

ওরেব্বাবা মড়া গুলোযে
          বলছে মোদের খাবে,
রাম রাম বলে উর্ধশ্বাসে
          ছুট মারলো সবে।
  
কই খেতে গিয়ে গ্রাম ছাড়া হল
       বামন বামনি মিলে,
প্রেত পেতনির বদনাম নিয়ে
        দুরেই গেল চলে।