ভক্তির ঠেলা ভক্ত জনেরে
        বারবার তাড়া করে,
কাজে অকাজে বরটা পেতে
         ভগবানে খুঁজে মরে।


এমন একটা ভক্ত তাঁতি
       মিললো গঙ্গা পারে,
দুপুর বেলায় মহাদেব এসে
        স্বপন দেখায় তারে।


সকাল বেলায় স্নানটা সেরে
        শুদ্ধ হয়ে রবি,
তার পরেতে ধ্যানে বসে
        বম্ বম্ বলে যাবি ।


সকাল হতেই ভক্ত তাঁতি
        গঙ্গা পারে ছোটে,
এক এক করে পঞ্চাশ খানা
        ডুব মেরে সে ওঠে।


অতি শুদ্ধ হয়ে তাঁতির
       ঠাণ্ডা ভীষণ লাগে,
গলা ঘড়-ঘড়, নাক সড়-সড়
       ভীষণ  শব্দ জাগে।


ঘড়ঘড়িয়ে করল শুরু
     বোম ভোলে বম্ বম্,
জ্বালাতনে শিব মর্তে এসে
     বললে থাম্ থাম্।


নাকে ভড়-ভড় সর্দি ধরিস
       তাইতো এ দান পচা,
বরের বদলে এই নে ওষুধ
        শরীরটারে বাঁচা।