পড়াশুনোটা বেশির মধ্যে
        ওই টু কি থিরি,
ওই বিদ্যায় কেল্টো চরন
       বিদেশে করে ফেরি।


কিছুটা লোকের শুনে,  দেখে
        সিনেমা এভরিথিং,
শিখেছে থোড়া হিন্দি, আর
         ইংলিশ সামথিং।


বিদেশে এসে কালুর পেটে
         বড়ই ক্ষিদে পায়,
দোকানে গিয়ে বলল, -'' ভাইয়া
         থোড়া ভাত হ্যায়।''


নাবুঝে মালিক বলল,-  ''ইয়ে
         আদমি ক্যায়া বোলা?''
ধমকে কেল্টো,-'' ভাত নাবুঝা!
          তুম, ইতনে ভোলা?


ঠিক হ্যায়, তো ইংলিশ বুঝা?
        গিভ মি সামথিং,
ফর মরিং মাই ক্ষুধা, এন্ড
      গেটিং আরামিং ।''