বিদ্যার দেবী সরস্বতী
       চরণে তোমার নমি,
সকল প্রকার বিদ্যা লভিতে
       তোমারে যেননা ভ্রমি।
      
সঙ্গীতে তব সুরের সুধা
          ঝরুক আমার গলে,
সেই সুরেতে জাগুক সাড়া
          গহন মনের তলে।


জ্ঞানালোকের পরশে জ্বলুক
        মনের দিব্য জ্যোতি,
সত্যের অণু লভিয়া ঘোচাব
        জনের দুঃখের রাতি।


সৃষ্টি সলিলে শৈবাল সম
        জাগিয়া রহিতে চাই,
বিটপের ন্যায় মহিয়ান হব
         এমন দুরাশা নাই।


পুষ্পাঞ্জলী প্রদানে তোমায়
       আপন করিয়া লই,
অন্তরিত তোমার সুধাই
       প্রকাশ করিতে বই ।