নালিশ বুড়ো নালিশ করে
        কাটায় সর্বক্ষণ,
দেশের দশের মঙ্গল চেয়ে
       কর্মে দিয়েছে মন।


তিন কাল গিয়ে ঠেকল শেষে
       নালিশ করাই সার,
বকে বকে মুখ ব্যথাই হোল
       মূল্য কে দেয় তার।


আসলে নিজে কিছুনা করে
      অপরের দোষ দেখে,
চুন খসলেই পানের থেকে
      নালিশ করতে শেখে।


করতে প্রমাণ ফাঁকির নজির
      কখন সাজেন কাজি,
বাকিরা সবাই ভাবে তারে
       মস্ত   বড়    পাজি।