পূজোর দিনে লোলিত রঙে
         রঙিন কিশোর মন,
ব্রিজের পরে দুয়ে দুয়েতে
        মধুর আলাপ ক্ষন।


সারাটা গ্রামের কপোত কপোতি
        মিলেছে একেবারে,
দেখতে তাদের চ্যাংনা ছোড়ারা
        বারবার পাক মারে।


উতলা পবন দখিনা বাতাস
        সুখের পরশে বয়,
দুই পারে দুই বনের শোভা
        নয়ন মাঝারে রয়।


এমন দিনে জমে গিয়েছে
        ঘুগনি ফুচকা চিপস্,
রোমিওরা সব তুলছে ফটো
       স্টাইলে শারুখ বিপস্।


নতুন গড়া ব্রিজেতে এখন
      যানের প্রসার নাই,
নানান স্বাদের মানুষ জমে
      মেলা বসেছে তাই।