ব্যাগ ধরিয়ে গিন্নি বলে,
        বাজার করে আন--
দেখে শুনে বাজার করো
        ঠোকোনা মোটে যেন।


ফর্দ বিশাল কিনতে হবে,
     ডাল সব্জি মাছ;
বাধ্য হয়েই বাজারে গেলাম
     পকেটে টাকার খাঁচ।


দরাদরিতে যাইনা আমি,
       বাছতে খারাপ লাগে;
সব্জিওয়ালা যা দিয়ে দেয়
        সেটাই ভরি ব্যাগে।


মাছের কাকা ভাবে গদ গদ,
        আহ্লাদে আটখানা--
সামনে গেলেই হাতেতে ধরান
        পেল্লায় মাছ খানা।


ব্যাগের হালত দেখে গিন্নি,
       কপালে দেয় হাত--
পচা রদ্দি মাল দিয়েছে
       সব কটা বজ্জাত।


কি আর করি, পচা জিনিসে-
        তাড়াই মশা-মাছি;
শুষ্ক মুখে মানতে হল
        ''বড়ই ঠকে গেছি!"