দোটানা ময় বাতাশটাতে,
     নাতিশিতোষ্ণ  বেশ-
কখন ঠাণ্ডা কখন গরম
      ভিমড়ি খাবার রেশ।


এমন দিনে শম্ভু চরন,
       চলল  মামার বাড়ি;
দিনের গরমে চলল পথে
       শৈত বসন ছাড়ি।


সাঁঝের বেলায় কাঁপ ধরাল,
     তীব্র হিমেল বায়-
শীত ঠেকাতে শম্ভু চরণ
     কিছু না খুঁজে পায়।


রসিক দাদু বলল নাতির,
      যৌবন এল পাশে-
ভাব না এখন প্রচুর গরমে
      ঘাম বেরিয়ে আসে।


সেই ভাবনাই নাতিকে দেয়-
        আবেগ তাড়িত ক্ষণ;
খালি গায়েতে দাদুর পাশে
        মারল কয়েক ডন।