মাতৃভাষার মধুরতায়
     পুলকিত ঢেউ জাগে প্রানে;
কত ভাষা শিখে যাই,
এর মত কেহ নাই-
     বাংলা মোদের টানে।


ঝরে গেছে কত প্রাণ,  কত সাধনা,
বাংলা রে বিজয়ীবে,  ছিল বাসনা-
শেষে বাংলারই জয় হয়
ভাষা মাঝে জেগে রয়
          কত শত রক্ত দানে।


শিশু মনে জাগে আশা
মায়ে তারে দেয় ভাষা
     অন্তর বাঁধা থাকে যেখানে,
সে ভাষাতে পেয়ে বল
জ্ঞান করে সম্বল,
     জীবনের  পায় স্বাদ সেখানে।


বাংলাতে বাঁধি সুর,  বাংলায় গান,
বাংলার আলাপনে,  বাঁধা রয় প্রাণ-
এস সবে মিলে করি পণ
দিয়ে সব প্রাণ মন
রক্ষিব বাংলার মানে।