যেমন স্বাদের হোকনা রান্না,
         কেলোর ব্যাপার নাই-
পেট ভরলেই বিশাল খুশি
         সর্বদা খাই খাই ।


কত ছেলের কতকি চিন্তা
         কেলোর চিন্তা খাবে,
কোন সময়ে কোন সে খাবার
        কোন পরিমানে পাবে।


রাধুনি ভায়া যেমনি হোক
        সুপটু কিংবা বোকা,
কেলোকে খাইয়ে তৃপ্তি পাওয়া
        এক্কেবারে পাকা।


ক্ষিদে লাগলেই গামলা নিয়ে
        রান্না ঘরটা চষে,
ভোজন বাড়িতে না পোষালে
       বারবার খেতে বসে  ।


ষোল বয়সেই ওজন আশি
        হস্তি চেহারা বেশ,
সুমো হবার লক্ষে কেলো
        ডন দেয় শেষমেশ।