খুঁতখুঁতে বুড়ো খুঁতখুঁতিয়ে
       ছিটকায় শুধু নাক,
যেকোন কর্ম নিখুঁত না হলে
        বারবার ছাড়ে হাঁক।


রান্না-বাড়া গৃহের কর্মে
        গিন্নির ভুল হলে,
চিৎকার করে সারাটা পাড়া
        মাথায় করে তোলে।


সকাল বিকাল নিয়ম করে
         ভেষজ খাবার খান,
এমনি করে একশ বছর
          বাঁচতে তিনি চান।


একশ বছর পাবেন আয়ু
        হয়তো হেঁকে ডেকে,
কিন্তু এমন নাক পেঁচালে
         নাকটাই যাবে বেঁকে।