শেয়ালে শেয়ালে কৌশল পরে
     গলাগলি ভাব করে,
চুনোপুটি যত ইঁদুর ছানারা
     যুদ্ধ করে মরে।


পাড়ার মাঝারে শেয়াল প্রভূরে
      সবাই যে মান দেয়,
বেপাড়ার কেউ ভাগ বসালো
      এমনি প্রভূর ভয়।


চেটে পুটে খায় প্রভূরা তবু
     নিজের পাড়া বলে,
লাথি-ঝাঁটা খেয়ে নেংটি ছানারা
     তেল মাখিয়ে চলে।