কিপটে দাদু ধনের ডিপো
         হালের নাতিরে বলে,
"এমনি ফাঁকি মারলে কি আর
         টাকার দেখা মেলে? "


নাতির যবাব, `` তোমার জিনিস!
        মিছেই তোমার বলো,
হাত বদলেই তোমার জিনিস
        অন্য কারোর হলো।


ধন দৌলত টাকা পয়সা
        যখন তোমার কাছে-
তখন বটে ভাবতে পার
       ওটা তোমার আছে।


ওই টাকাটাই পাবে যখন
       অন্য জনের হাত;
কলা দেখিয়ে তখন তোমায়
       করবে কুপোকাৎ।"


``হাত যে বদল করবি নাতি
       হিম্মত তোর আছে?
যার তার কাছে যায় না টাকা
       যায় না ডেফোর কাছে।"